মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি দক্ষিণ পাড়ার মথুরাপাড়া কবরস্থান রোড এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি টিন–কাঠ নির্মিত বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২০শে নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চুলা ও গ্যাস সিলিন্ডার মেরামতের সময় হঠাৎ সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার ফলে ঘরের আসবাবপত্রসহ সম্পূর্ণ ভস্মীভূত হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের অন্যান্য বাড়িঘর বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।
উল্লেখ্য, পুড়ে যাওয়া ঘরটিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মো. নূর ইসলাম, পিতা হোসেন আলী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.