রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি ২০২৫–২৮ ইং সময়কালের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০ নভেম্বর সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাট হকটাওয়ার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফ ইসলাম,
সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “যে কোনো উন্নয়ন ও কল্যাণমূলক কাজ সফল করতে ঐক্যই প্রধান শক্তি। সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
আরো উপস্থিত ছিলেন, সহকারী সমবায় অফিসার অসীম কান্তি দে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি জয়নাল আবেদীন। তিনি বলেন, “ব্যবসায়ীদের অধিকার, সেবা ও কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কেরানীহাটের উন্নয়ন, বাজারের শৃঙ্খলা ও ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং কেরানীহাটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.