Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে শিক্ষকের জন্ম শত বার্ষিকী উপলক্ষে নবীন-প্রবীনের মিলন মেলা উদযাপন

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদী উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পন্ডিত প্রিয়তোষ ভট্টাচার্য্য এর জন্ম শত বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।

জন্ম শত বার্ষিকী উপলক্ষে বাঁধভাঙ্গা আনন্দ আর উৎসবের সৃষ্টি হয়েছে নবীন-প্রবীনের মিলন মেলায়।

বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার রাতে প্রবীন শিক্ষক পন্ডিত প্রিয়তোষ ভট্টাচার্য্য এর বাড়ির আঙ্গিনায় জন্ম শত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবীন-প্রবীন শিক্ষক, শিক্ষার্থীরা আসতে থাকেন। আলোক সজ্জায় সজ্জিত করা হয় পুরো বাড়ি সহ পার্শ্ববর্তী এলাকা। সন্ধ্যার পরপর শুরু হয় অনুষ্ঠান।

অুনষ্টানের শুরুতে প্রিয় স্যারকে ফুলের শুভেচ্ছা জানান বিদ্যালয়ে বিভিন্ন ব্যাচের পাক্তন শিক্ষার্থীরা। এ ছাড়া শ্রদ্ধার্ঘ ও স্মারক সম্মাননা প্রদান, কেক কাটা ও স্মুতিচারণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক বৈদ্য নারায়ন পালের সভাপতিত্বে স্মুতিচারণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক পন্ডিত প্রিয়তোষ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বার্থী ডিগ্রী কলেজের গভানিং বডির সভাপতি ড.নাসির উদ্দিন মিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রাধেম্যাম রায়, বার্থী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পান্ডে, প্রধান শিক্ষক সুরেশ দাস ও সমাজ সেবক মোশারফ সরদারের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক সৈকত হোসেন বেপারী, সহকারী শিক্ষক উত্তম দে, প্রাক্তন ছাত্র বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পাল, খায়রুল

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।