ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুরের মসজিদ এলাকা নামক স্থানে চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আসলাম হোসেন( ১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত আসলাম কবিরপুর গ্রামের নাছেম আলীর ছেলে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।এলাকাবাসী সুত্রে জানা গেছে বন্ধুর সাথে মোটরসাইকেলে চরে যাওয়ার সময় আসলাম হঠাৎ চলন্ত মোটরসাইকেল থেকে পাকা রাস্তার উপর পড়ে যায়।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান মোটরসাইকেল থেকে পরে আসলাম নামের এক কিশোর মারা গেছে । পরিবার থেকে কোন অভিযোগ না থাকাই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

