আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ডিফেন্স এক্স-সোলজারস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্টের উদ্যোগে একতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকালে ডেসওয়া ট্রাস্ট উপজেলা কমিটির আয়োজনে আলফাডাঙ্গা দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী সামচুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোঃ ওয়াকিল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা। সভার সভাপতিত্ব করেন মোঃ বাবুল ভূঁইয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সাহেব মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মানোয়ার মিয়া ও কাজী মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কাজী সামচুর রহমান বলেন, “সশস্ত্র বাহিনী শুধু দেশের নিরাপত্তা নয়, দুর্যোগ মোকাবিলা থেকে উন্নয়নের সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত হতে হবে।”
সভাপতি মোঃ বাবুল ভূঁইয়া বলেন, “ডেসওয়া ট্রাস্টের লক্ষ্য সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া। সশস্ত্র বাহিনী দিবস দেশকে ভালোবাসার ও রক্ষার শপথ পুনর্নবায়নের দিন।”
বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, গৌরবময় ইতিহাস এবং তরুণদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আলোচনা সভায় ডেসওয়া ট্রাস্টের নেতৃবৃন্দ, সাবেক সেনা সদস্য, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় তরুণ সমাজ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.