আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে উপজেলার ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ২টি ইটভাটাকে জরিমানা ও ১টি ইটভাটার কিলন ও চিমনি ভেঙ্গে দেয়া হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তর, খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামানসহ দেবহাটা উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যদের সমন্বয়ে গঠিত টিম কর্তৃক দেবহাটা উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার আস্কারপুরের মেসার্স রুপা ব্রিকসের কিলন ও চিমনি ভ্যেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া হয়। এছাড়া সখিপুর ইসলামিয়া ব্রিকসকে ২ লক্ষ টাকা ও হাদীপুরের এস.কে ব্রিকসকে ২ লক্ষ টাকা মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
একই দিনে অপর অভিযানে সাতক্ষীরার ঘোনার নিমতলি ভাড়ুখালীর মেসার্স এমএনএসবি ব্রিকসের চিমনি ও কিলন ভ্যেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ
আসাদুজ্জামান জানান, জেলার সকল স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং অবৈধ কাজের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.