আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলা পুলিশের সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম (বার) আশাশুনি প্রেস ক্লাব পরিদর্শন করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজ আদায় শেষে দুপুর ২টায় তিনি আশাশুনি প্রেস ক্লাবে গমন করেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, “আশাশুনির সাংবাদিকরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছেন। তারা জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এসময় তার সঙ্গে ছিলেন ডিআইও-১ মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম এবং আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন।
প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, নবনির্বাচিত সভাপতি এস কে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সদস্য আরিফুল ইসলাম, মাহবুবুল হাসনাইন টুটুল, তৌহিদুল ইসলামসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার তার বক্তব্যে সাংবাদিকদের আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং যেকোনো জননিরাপত্তা বা আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয়ে দ্রুত তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

