চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি পরিবারের প্রায় ১২টি ঘর ও ১ টি দোকান ঘর ভূষ্মিভুত হয়েছে। এছাড়া পুড়ে গেছে ঘড়ে থাকা সকল আসবাবপত্র ও মেশিনারিজ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার সময় উপজেলার চারঘাট পৌরসভার ৬নং ওয়ার্ড মিয়াপুরে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন, মুক্তার হোসেন এর ছেলে শিশির, মুস্তাকিন, মকবুল এবং আলম এর ছেলে কাঠের দোকান মালিক বাবু।
উপজেলা ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, ভোর রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা আগুন লাগার বিষয়টি জানতে পেরে চিৎকার দিতে থাকে। এ সময় স্থানীয় পাড়া প্রতিবেশীরা এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। উপজেলা ফায়ার সার্ভিস সদস্যরা এসে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এতে ৩টি পরিবারের ১২টি ঘর ও একটি পরিবারের কাঠের নকশার দোকান পুড়ে যায়। ঘর ও দোকানের ভিতরে থাকা সকল ধরনের আসবাবপত্র, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র, ইলেকট্রিক জিনিস ও কাঠের নকশার জন্য ব্যবহৃত মেশিনটি পুড়ে যায়।
ভুৃক্তভোগী পরিবারের সদস্য শিশির জানান, এই অগ্নিকান্ডে আমরা ৪টি পরিবার একেবারে নি:স্ব হয়ে গেছি। আমাদের ক্ষয়ক্ষতি প্রায় দেড় কোটি টাকার সমান।
ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ পরিদর্শক আরিফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিস থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারনা করা হচ্ছে ২৫ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে এবং প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর ও উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউ টিন, ৬ হাজার টাকা, কম্বল ও শুকনা খাবার দেয়া হয়।

