সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মাছের ঘেরের বাঁধের উপর বিছানো বিদ্যুতের তার উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম বাবু (৪০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বিল শিমুলবাড়িয়া স্লুইজ গেট সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত পল্লী চিকিৎসক রবিউল ইসলাম বাবু সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বালিথা গাজীর বাগান গ্রামের মোঃ শাহাজউদ্দিন সরদারের ছেলে বলে জানা গেছে।
বালিথা এলাকার আরেক পল্লী চিকিৎসক ভৈরব চন্দ্র সরকার জানান, সদর উপজেলার বিল শিমুলবাড়িয়া স্লুইজ গেট সংলগ্ন এলাকায় পল্লী চিকিৎসক রবিউল ইসলাম বাবুর একটি মাছের ঘের রয়েছে। শুক্রবার সকালে তিনি মাছের ঘেরের বাঁধের উপর পড়ে থাকা বিদ্যুতের তার সরিয়ে দিচ্ছিলেন। এ সময় বিদ্যুতের লিকেজ তারে স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হকও বিষয়টি নিশ্চিত করেছেন।

