সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে এক অটোভ্যান চালকের বাড়িতে অভিযান চালিয়ে একশ বস্তা ভেজাল সার উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে হেলাল উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার হরিনাথপুর বাজার এলাকার ছোরহাব আলীর পুত্র এবং পেশায় অটোভ্যান চালক।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান হরিনাথপুর বাজার এলাকায় ভেজাল সার বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় কাজিপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার আবু সাইদ ও সঙ্গীয় ফোর্সসহ হেলাল উদ্দিনকে ভেজাল সার বিক্রির সময় হাতে-নাতে আটক করেন। পরে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে একশ বস্তা ভেজাল সার উদ্ধার করা হয়।
এসআই সাইফুল ইসলাম জানান, বগুড়া জেলার ধুনট উপজেলা থেকে হেলাল উদ্দিন এসব ভেজাল সার সংগ্রহ করে অটোভ্যান চালানোর পাশাপাশি গোপনে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করতেন। এতে করে কৃষকরা প্রতারিত হচ্ছিলেন।
এ বিষয়ে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “সার ব্যবস্থাপনা আইনে হেলাল উদ্দিনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড পরিশোধ ও ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সার মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.