নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শুক্রবার সকাল ১০টা ৪৯ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গাজীপুর। কয়েক সেকেন্ডের দোলনে আতঙ্কে ঘর, ভবন, কারখানা ছেড়ে মানুষ রাস্তায় নেমে আসে। শিল্পাঞ্চল হওয়ায় বেশিরভাগ শ্রমিক দৌড়ে বের হতে গিয়ে আহত হওয়ায় জেলায় মোট আহতের সংখ্যা চার শতাধিক ছাড়িয়েছে। বিভিন্ন স্থানে ভবনে ফাটল ও হেলে পড়ার ঘটনাও ঘটেছে।নিহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান জানান, জেলায় মোট আহতের সংখ্যা ৪০০-এর বেশি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী— ভর্তি ৮৬ জন, ছোটখাটো আঘাত নিয়ে ছাড়া পেয়েছেন ৯৭ জন, গুরুতর আহত ৪৩ জনকে উচ্চতর কেন্দ্রে রেফার করা হয়েছে।
উপজেলাভিত্তিক সর্বশেষ সংখ্যা অনুযায়ী—
শ্রীপুরে রোগী ৭৭ জন, ভর্তি ৪৭, রেফার ৬ জন, মৃত্যু নেই, কালীগঞ্জে রোগী ৫ জন, ভর্তি বা মৃত্যু নেই,
কাপাসিয়া ও কালিয়াকৈরে কোনো রোগী নেই,শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ৮৫ জন, ভর্তি ৫৫ জন,
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল টঙ্গীতে ৮৫ জন চিকিৎসা নেন, ভর্তি ১৪, রেফার ৭ জন। এছাড়া জেলার অনেক স্নানে আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা নিয়েছেন বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গাজীপুর চৌরাস্তার হাসান তারভিন গার্মেন্টস-এ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। শ্রীপুরের ডেনিম্যাক গার্মেন্টস-এ আরও ৬-৭ জন আহত হয়েছেন। মহানগরের ২৪ নং ওয়ার্ডের চাকুলিয়া এলাকায় চারতলা একটি ভবন হেলে পড়েছে। গাজীপুর প্রেসক্লাব ভবনেও ফাটল দেখা গেছে।
শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ আমিনুল ইসলাম জানান, হাসপাতালে মোট ৮২ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন। ভর্তি ৫৫ জনের মধ্যে ৪৯ জন নারী, ৫ জন পুরুষ এবং ১ শিশুর অবস্থার পর্যবেক্ষণ চলছে। আতঙ্কে পড়ে আহত হওয়া রোগীদের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। তিনি জানান, পুরাতন ওয়ার্ড ভবনের একাংশে ফাটল দেখা গেছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক সরফ উদ্দিন আহমেদ বলেন, নগরবাসীর সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভূমিকম্পের পরপরই ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ:
স্থান: নগর ভবন–২য় তলা, কক্ষ নং–২০১
টেলিফোন: ০২-২২২৪৪২৪০৭০
মোবাইল: ০১৭১২৮৩৬৮৭৩, ০১৯১৫৬৭৬৮৩২
ই-মেইল: secretary@gcc.gov.bd
সিটি কর্পোরেশনের, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা ও সচিব মোঃ আমিন আল পারভেজ বলেন,
বিদ্যুৎ, পানি, স্যানিটেশন বা ভবনে ফাটল—যে কোনো অভিযোগেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্যাহ জানান, দুর্যোগ–পরবর্তী তথ্য সংগ্রহ ও নাগরিক সহায়তায় জেলা প্রশাসনের জরুরি কন্ট্রোল রুম কাজ করছে।
স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, কক্ষ নং–১০৫
টেলিফোন: ০২-২২৪৪২৩১৭৬
মোবাইল: ০১৭০০৭১৬৬৭৯, ০১৬২০২৮৪১৬৪
ই-মেইল: drrogazipur@ddm.gov.bd
জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, সব উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিস সমন্বিতভাবে কাজ করছে। ক্ষয়ক্ষতির পুরো চিত্র সংগ্রহ চলছে। হালনাগাদ তথ্য জানানো হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার জানান, ঝুঁকিপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে নেয়ার কাজে পুলিশ সহযোগিতা করছে।
গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কিছু গার্মেন্টসে আতঙ্কে আহতের ঘটনা ঘটেছে। প্রতিটি উপজেলায় জরুরি সহায়তা নিশ্চিত করা হয়েছে।
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি দেখতে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান গাজীপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ হাফিজুর রহমান। তিনি জরুরি বিভাগ, ওয়ার্ড ও চিকিৎসা সেবা সরাসরি পরিদর্শন করেন।
ডঃ হাফিজুর রহমান বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। ভয় নয়, সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব। আহতদের চিকিৎসায় আমি সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করছি। আল্লাহ চাইলে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তার উপস্থিতি রোগী ও স্বজনদের মধ্যে আশ্বাসের বার্তা তৈরি করে।
সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সকলকে সতর্ক থাকতে এবং ভবনে ফাটল, গ্যাস লিকেজ বা ধসের ঝুঁকি দেখলেই জরুরি নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.