শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পিকআপে করে গরু নিয়ে পালানোকালে একটি গরু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জব্দ কো হয়েছে পিকআপটি।
শুক্রবার(২১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচাজ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তারকৃত দুইজন হলো গোয়ালন্দ উপজেলার উজানচর নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামানিকের ছেলে সুজাত প্রামানিক (৩৮) ও নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর খোর্দ্দকালনা গ্রামের আ. জব্বার মন্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৩)।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচাজ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বার পাড়া গ্রামে অভিযান চালিয়ে গরু চোর চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ষাঁড় গরু উদ্ধার করা হয়। জব্দ করা হয় গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ (নং ঢাকা মেট্টো ন-২১-৬৫৩৪)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.