ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ব্যক্তি মালিকানা জায়গায় রাতের অন্ধকারে বেড়া দিয়ে জবর দখল কারার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম টিপু এ ব্যাপারে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সোবহান ও তার স্ত্রীর নামীয় ৪০ শতক জমি আব্দুস সোবহান মারা যাবার পর থেকে তার ছেলে রেজাউল করিম টিপুসহ ভাই-বোন ভোগ দখল করে আসছেন।
সাম্প্রতিক সময়ে একই গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র রফিকুল ইসলাম (৪২), রহিদুল ইসলাম (৩৫) ও তৌহিদুল (৩০), আরতুল্লা মন্ডলের ছেলে শহিদুলসহ তাদের লোকজন ওই জমি জবর দখলের পাঁয়তারা করেন। এক পর্যায় বেশ কিছুদিন পূর্বে তারা ওই জায়গা জোর পূর্বক দখলের চেষ্টা করলে রেজাউল করিম টিপু বাদি হয়ে নওগাঁ আদালতে একটি মামলা দায়ের করেন।
এদিকে আদালতে মামলাটি চলমান থাকলেও গত বুধবার দিবাগত রাতের অন্ধকারে বিবাদির লোকজন ওই জমিতে বেড়া দিয়ে জবর দখলের চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংর্ষের সৃষ্টি হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
উল্লেখ্য গত ২০১৩ সালেও ওই গ্রামে এ জাতীয় বিবাদমান জমিকে কেন্দ্র করে বিএনপি নেতা মুকুল খুনের ঘটনা ঘটেছিল। এদিকে প্রেত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বেড়া দিয়ে জবর দখলের ঘটনায় রেজাউল করিম টিপু গতকাল বৃহস্পতিবার আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.