Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“স্বাধীনতার পর পাঁচ দশকেও ক্ষমতাসীন দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, আগামী নির্বাচনে জাতি তাদের লাল কার্ড দেখাবে”–খুলনায় গোলাম পরওয়ার

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পর পাঁচ দশকে যেসব রাজনৈতিক শক্তি রাষ্ট্রক্ষমতায় থেকে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, আগামী নির্বাচনে জাতি তাদের লাল কার্ড দেখাবে।

তাদের শাসনামলে দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্নমতের দমন, বিচারব্যবস্থার দুরবস্থা, কৃষি ও শিক্ষাখাতে অব্যবস্থাপনা—সবকিছুর দায় আজও জনগণ বয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন পরওয়ার।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মোক্তার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ–ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ–জাকসুর জিএস মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডুমুরিয়া হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, রাকসুর হবিবুর রহমান হল সংসদের ভিপি আহমদ আহসান উল্লাহ ফারহান, জাকসুর কার্যানির্বাহী সদস্য আবু তালহা, মালয়েশিয়া প্রবাসী আবু হানিফ আকুঞ্জি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলনসহ জেলা–উপজেলার আরও অনেক নেতা।

ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আহমদ আতাউল্লাহ সালমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ সিরাজুল ইসলাম, মোস্তফা আল মুজাহিদ, ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, আব্দুল ওয়াদুদ সরদার, আব্দুল কাইয়ুম আল ফয়সাল, ডা. ইকরাম উদ্দীন সুমন প্রমুখ।

বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, “যারা ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের আমলে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম–নির্যাতন, বিদেশে অর্থ পাচারের দায় কে নেবে?” তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও মাঠ দখল, বাজার–ঘাট নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির চিত্র বদলায়নি। “এসব কর্মকাণ্ডের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই,” দাবি করেন তিনি।

পরওয়ার বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। দুর্নীতি ও দখলদারিত্বের রাজনীতি বাদ দিয়ে ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠনের পথে এগোতে হবে। “উই নিড চেঞ্জ—এই পরিবর্তন আনতে পারবে জামায়াত,” মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির ড. শফিকুর রহমানের সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণ উদ্ধৃত করে পরওয়ার বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতের এমপি–মন্ত্রীরা ট্যাক্সফ্রি গাড়ি, প্লট বা বিশেষ সুবিধা নেবেন না। “এই অঙ্গীকার অন্য কোনো দলের নেতারা দিতে পারবেন না,” বলেন তিনি।

উন্নয়ন খাতের বরাদ্দ জনগণের সামনে প্রকাশ করা ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতিও তুলে ধরেন জামায়াতের এ নেতা।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “ভয় পাবেন না। আপনারা নৌকা–ধানের শীষ–লাঙল—সব প্রতীকেই ভোট দেন। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অধিকার আপনাদের সমানভাবেই রয়েছে।” ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা সামগ্রিক সহাবস্থানকে ক্ষতিগ্রস্ত করে বলেও মন্তব্য করেন তিনি।

প্রবাসী শ্রমিকদের হয়রানির প্রসঙ্গ টেনে পরওয়ার বলেন, পাসপোর্ট, রেজিস্ট্রেশনসহ নানা প্রশাসনিক জটিলতা দূর করতে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রয়োজন। ক্ষমতায় গেলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতসহ সব জটিলতা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জেলা–উপজেলা প্রশাসন, ডিসি, এসপি, পুলিশ ও ইউএনওদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দিনের ভোট রাতে হলে তার পরিণতি কী হয়, দেশ তা দেখেছে। এবার কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে দায় এড়াতে পারবে না।”

তফসিল ঘোষণার আগে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি বলেন, ভোটের দিন সকাল থেকে কেন্দ্র পাহারা দিতে হবে। “কষ্ট করে আদায় করা ভোট কাউকে নিতে দেওয়া হবে না,” বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, একটি দলের অভ্যন্তরীণ সংঘর্ষে ইতিমধ্যে দুই শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। “যে দল নিজের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশকে নিরাপত্তা দিতে পারবে না,” মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আগামীর বিপ্লব হবে ইনসাফের। এজন্য তিনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।