Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নারী শিক্ষার্থীদের জন্য ভেন্ডিং মেশিন দাবি কবি নজরুল কলেজে

মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

‎কবি নজরুল কলেজের নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের দাবি জানিয়েছেন।  তারা মনে করেন কলেজ প্রাঙ্গণে ভেন্ডিং মেশিন স্থাপন করা হলে জরুরি মুহূর্তে প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী পাওয়া যাবে।

‎শিক্ষার্থীরা বলেন ক্যাম্পাসে ভেন্ডিং মেশিন স্থাপন করা হলে তারা সহজে ও স্বল্প খরচে ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন। কেননা প্রতি মাসে একই সময়ে পিরিয়ড না হওয়ার কারণে অনেক সময়েই নারীদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। ক্যাম্পাসে উপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে বিপাকে পড়েন তারা।

‎তারা আরো বলেন,  মেয়েদের স্বাস্থ্য  সুরক্ষায় ভেন্ডিং মেশিন স্থাপন একটি সময়োপযোগী উদ্যেগ হতে পারে।  এর ফলে একদিকে যেমন বিব্রতকর পরিস্থিতি কমবে অন্যদিকে নারী বান্ধব পরিবেশ তৈরি হবে।

‎বোটানি ডিপার্টমেন্টের ( ২১-২২) সেশনের ফাহিমা আক্তার বলেন একদিন ক্যাম্পাসে পিরিয়ড হয়েছিলো। আমার কাছে ন্যাপকিন ছিলো না, আর কমনরুমেও সে-ধরনের কোনো ব্যবস্থা না থাকায় আমাকে তাৎক্ষণিক বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়। ঐদিনের বাকি ক্লাস গুলো আর করা হয়নি। অতিদ্রুত স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করা উচিত বলে মনে করি এতে সকল নারী শিক্ষার্থীদের জন্য ভালো হবে।

‎একই ডিপার্টমেন্টের তনু বলেন, ‎ স্যানিটারি ন্যাপকিনের মতো প্রয়োজনীয় জিনিস এখনও আমাদের দেশে ট্যাবুর বিষয় হয়ে থাকার কারণে অনেক নারীই এখনও দোকান থেকে ন্যাপকিন কিনতে সংকোচ বোধ করেন। তাদের জন্য এমন স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের স্থাপন নিশ্চয়ই স্বস্তিদায়ক ঘটনা।

অন্য একজন শিক্ষার্থী জানান, অনেক সময় এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় যখন একটা ন্যাপকিনের জন্য পুরো এক প্যাকেট ন্যাপকিন কিনতে হয়। যা সব সময় সম্ভব হয় না। আমরা যারা দূর থেকে আসি তারা এ সমস্যা বেশি ফেস করি। এ অবস্থায় ক্যাম্পাসে একটা ভেন্ডিং মেশিন স্থাপন সত্যিই খুবই দরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।