Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“আগামী দিনের রাজনীতিতে কোনো প্রতিহিংসার সুযোগ থাকবে না”ডাসারায়–রফিকুল ইসলাম

Link Copied!

মোঃ মিজানুর রহমান , কালকিনি, ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর-৩ আসনে মনোনীত এম.পি প্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, আগামী দিনের রাজনীতিতে কোনো প্রতিহিংসার সুযোগ থাকবে না।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন দলীয় অফিস উদ্বোধন শেষে নবগ্রাম উচ্চ বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে অবৈধভাবে যে হয়রানির ইতিহাস ছিল, চাঁদাবাজির ইতিহাস ছিল, দুর্নীতির ইতিহাস ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে পার্লামেন্ট গঠন করার মাধ্যমে যে সন্তান উপহার দিবে সে সন্তান কোনো দুর্নীতি ও হয়রানি করার সুযোগ কাউকে দিবে না।

পাশাপাশি অবৈধ দখল থেকে শুরু করে যত ধরনের অন্যায় কাজ আছে সকল ধরনের অন্যায় কাজ বন্ধ করার উদ্যোগ নিবে যদি বাংলাদেশ জমায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে।

রফিকুল ইসলাম আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করার পর এদেশের মানুষকে কল্পনা হীন একটি বাংলাদেশ উপহার দেবে।

আলোচনা সভায় ডাসার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাওলানা মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় তাদের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।