খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর লবণচরা থানার মধ্য হরিণটানা এলাকায় রাজু (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর ) রাত ৯ টার দিকে আজাদ মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজু দীর্ঘদিন ধরে হরিণটানা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পরিচিত। ঘটনার সময় তিনি তিন রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাজু মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “দুর্বৃত্তরা রাজুকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। তাঁর শরীরে কতটি গুলি লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে। অঞ্চলটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

