Nabadhara
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

খুলনা প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর লবণচরা থানার মধ্য হরিণটানা এলাকায় রাজু (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর ) রাত ৯ টার দিকে আজাদ মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজু দীর্ঘদিন ধরে হরিণটানা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পরিচিত। ঘটনার সময় তিনি তিন রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাজু মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “দুর্বৃত্তরা রাজুকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। তাঁর শরীরে কতটি গুলি লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে। অঞ্চলটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।