দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়েছেন লালন মন্ডল (৪৫) নামে আরো একজন।
আজ শুক্রবার ( ২১ নভেম্বর ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মন্ডল একটি দোকানে কেনাকাটা করছিলেন। এসময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎকরে ঘটনাস্থলে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হোন রেফাজুল ইসলাম। গুলিবিদ্ধ হয়ে আহত হোন লালন মন্ডল। নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়া এলাকার জামাত মন্ডলের ছেলে এবং লালন মন্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার জানান, রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে লালন নামে আরো একজন। হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছে। তবে কারা এ হত্যাকান্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.