যশোর প্রতিনিধি
বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে শনিবার সকালে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অ্যাডভোকেট সানোয়ারুল হক দুলু'র নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫ থেকে ৪০ জন সাংস্কৃতিক কর্মী ও বাউল অনুরাগী অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত জনতার মাধ্যমে জানা যায়, বাউল শিল্পী আবুল সরকার গত ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হন। প্রতিবাদকারীরা প্রশ্ন তুলেছেন, কিছুদিন আগে মানিকগঞ্জে একটি পালা গানের মঞ্চে বাউল আবুল সরকার রিতা নামের এক বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চেয়েছিলেন। তাদের দাবি, শুধুমাত্র এই কারণে তাকে ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার করা হয়েছে।
যার কোনো ভিত্তি নেই। উপস্থিত জনতারা শিল্পীর অন্য কোনো 'ধর্ম অবমাননাকর' বক্তব্য পাননি বলে দাবি করেন।তারা বলেন যে আবুল সরকারকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে।
এসময় বক্তারা জোর দাবি জানান , অবিলম্বে বাউল শিল্পী আবুল সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তারা বলেন, বাঙালি জাতির সাথে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। কোনো উগ্রবাদী গোষ্ঠীর চাপে হাজার বছরের শিল্প-সাহিত্যের অবসান হবে না। বাংলাদেশ কখনো আফগানিস্তান বা পাকিস্তান হবে না। বরং তার নিজস্ব ঐতিহ্য ধারণ ও লালন করে চলবে।
বক্তারা আরও বলেন, আবুল সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের এই আন্দোলন অব্যাহত থাকবে। এসময় তারা একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, বিভিন্ন প্রোগ্রামে কারা কারা বেহেশতের টিকেট পেয়েছেন—এটা কি ধর্ম অবমাননার শামিল হচ্ছে না
অ্যাডভোকেট সানোয়ারুল হক দুলু'র নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যোগেশ দত্ত, মোস্তাফিজুর রহমান, হাসিবুর রহমান, আনোয়ারুল ইসলাম, করিম হোসেনসহ অন্যান্য বাউল শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।
মানববন্ধনে সমাবেত বাউল শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ জানান। বাউল গানের সুরের মধ্য দিয়েই এই শান্তিপূর্ণ কর্মসূচি সমাপ্ত হয়। অংশগ্রহণকারীরা সরকারের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.