স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের রাস্তার পাশে তুষার শেখ (৩০) নামে এক যুবক পড়ে ছিল। চোখ দিয়ে ঝরছিলো রক্ত তাকে মারপিট করে আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২২নভেম্বর) দুপুরের দিকে লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে রাস্তার পাশে এ ঘটনা ঘটে। তুষার শেখ দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে
পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকালে তুষার শেখ কে উপজেলার নোয়গ্রামের নিজ বাড়ি থেকে অজ্ঞত দুই ব্যক্তি তাকে মোটরসাইকেলে করে নিয়ে আসে। পরবর্তীতে দুপুরের দিকে লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের একটি রাস্তার পাশে তাকে ফেলে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তুষার কে পড়ে থাকতে দেখেন। এসময় তুষারের চোখ দিয়ে রক্ত ঝরতে দেখেন তারা। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন ঢাকায় নিয়ে গেছে।
আহতের ভাই শহিদ শেখ জানান, তুষার তাদের জানিয়েছেন তাকে সিরিঞ্জের সুজ দিয়ে চোখে আঘাত করা হয়েছে। এছাড়া তার শরিরের বিভিন্ন স্থানে মেরে রক্তফোলা জখম করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোক জানান তুষার শেখ চুরি ও ডাকারির সাথে জড়িত। তার নামে একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

