বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জামায়াতে ইসলামী মনোনীত বাকেরগঞ্জ-৬ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, “অতীতে যারাই দেশের ক্ষমতায় এসেছে, তারা জনগণকে শাসন ও লুটপাট করেছে। আমরা শাসন করতে চাই না, আমরা জনগণের সেবা করতে চাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ শাসক চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে।”
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠ থেকে র্যালি শুরু হয়। উপজেলার চৌমাথা, বটতলা, লক্ষীপাশা, দাদুরহাট, লেবুখালী সেনানিবাস, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড, কালিগঞ্জ, পাদ্রীশিবপুর নিউমার্কেট, ভবানীপুর, বাংলাবাজার, মধ্যমমহেশপুর, মহেশপুর, চামটা, নিয়ামতি বাজার, বিসমিল্লাহ বাজার, আউলিয়াপুর, বোয়ালিয়া ও বাখরকাঠী খেজুরতলা হয়ে পুনরায় হাই স্কুল মাঠে এসে র্যালিটি শেষ হয়।
র্যালিতে হাজার হাজার কর্মী-সমর্থক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। এটি ছিল এক দীর্ঘ ও সুশৃংখল শোভাযাত্রা, যেখানে পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হাত নেড়ে অভিবাদন জানান। স্থানীয়রা মনে করছেন, সাম্প্রতিক সময়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, এই শোভাযাত্রা তা আরও সুদৃঢ় করেছে।
র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, সহ-সেক্রেটারি অধ্যাপক বসির আহমেদ, সাবেক শিবির নেতা শিল্পপতি আনোয়ার হোসেন সিকদার। এছাড়া জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সাংস্কৃতিক বিভাগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও র্যালিতে অংশ নেন।
মাওলানা মাহমুদুন্নবী তালুকদার র্যালিতে বলেন, “আজকের এই বিশাল শোভাযাত্রা ইসলামের পক্ষের গণজাগরণের প্রমাণ। মানুষ দুনিয়াবী সকল মতবাদ থেকে নিরাশ হয়ে আবার ইসলামের পথে ফিরে আসছে। আমরা আশা করি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং বাকেরগঞ্জ হবে দাঁড়িপাল্লার কেন্দ্র।”
স্থানীয়রা মনে করছেন, এই জনসমর্থন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৬ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.