ফেনী প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ফেনীতে শতাধিক মুসল্লীর মাঝে জায়নামাজ বিতরণ করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর এলাকায় জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য ও কালিদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজ এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
দলীয় নির্দেশনার কারণে জন্মদিন উপলক্ষে কেক কাটা বা উৎসব আয়োজন নিষিদ্ধ থাকায় প্রিয় নেতার প্রতি ভালোবাসা প্রকাশে ধর্মীয় এ উদ্যোগ নেন আয়োজকরা। শীত মৌসুমে মুসল্লীরা যেন আরামে নামাজ আদায় করতে পারেন—এ ভাবনা থেকেই তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জায়নামাজ বিতরণ করা হয়।
নুরুল আলম সবুজ বলেন, “তারেক রহমানকে ভালোবেসে নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু দলীয় নিষেধাজ্ঞার কারণে সেগুলো বাতিল করতে হয়েছে। তাই জন্মদিনে তাঁর জন্য দোয়া কামনায় আমরা মুসল্লীদের মাঝে জায়নামাজ বিতরণ করেছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন চেয়ারম্যান, ধলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কালিদহ ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ উল্যাহ, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন, ফেনী সদর উপজেলা ছাত্রদল নেতা মেহেরাজ উদ্দিন হিমেল, জামশেদ আলম, ধলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেন পিয়াস, জাহিদ হোসেন ইমনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.