বান্দরবান প্রতিনিধি
বান্দরবান ৩০০নং আসনে প্রার্থী পুন:বিবেচনা করে সদস্য সচিব জাবেদ রেজাকে মসোনয়ন প্রদানের দাবীতে লামায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পাহাড়ী-বাঙ্গালী সাধারন মানুষের অংশ গ্রহনে শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বান্দরবানের লামা উপজেলা বিএনপির উদ্যোগে বাস টার্মিনাল থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ী-বাঙ্গালীর হাজারো নারী-পুরুষ ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এদিকে সমাবেশে বক্তারা বলেন,জাবেদ রেজা বিগত ১৭ বছর অনেক জেল জুলুম কেটেছে।স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের এত অত্যাচার নির্যাতনের পরও জাবেদ রেজা তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন। এখনো তিনি পাহাড়ে পাহাড়ে গিয়ে দল ও নেতাকর্মীদের জন্য কাজ করে যাচ্ছেন।
বর্তমানে যাকে মনোনয়ন দেয়া হয়েছে সাচিং প্রæ জেরী তিনি বয়স্ক লোক। বয়সের কারনে তিনি স্বাভাবিকভাবে হাটাচলা পর্যন্ত করতে পারতেছে না। তাই তিনি মাঠ পর্যায়ে পাহাড়ে পাহাড়ে গিয়ে বিএনপির ৩১ দফা জনগনের দৌড়গোড়ায় পৌঁছাতে পারবে না।বক্তারা আরো বলেন,পার্বত্য চট্টগ্রাম বান্দরবান হলো পিছিয়ে পড়া একটি অঞ্চল।
এ অঞ্চলের তৃণমূলে গিয়ে মানুষের পাশে সবসময় থেকেছেন জেলা বিএনপির সদস্য সচিব ও পাহাড়ের অসা¤প্রদায়িক নেতা জাবেদ রেজা। মনোনয়ন বঞ্চিত হলেও তিনি নেতাকর্মীদের ছেড়ে যাননি। দল ও পাহাড়ের উন্নয়নের স্বার্থে আমরা সবাই আজ রাস্তায় নেমেছি জাবেদ রেজাকে মনোনয়নের দাবিতে।
তৃণমূলে জনপ্রিয় নেতা জাবেদ রেজাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে পুনর্বিবেচনার মাধ্যমে পার্বত্য জনপদের প্রত্যাশা পূরণ করার জন্য বিএনপি হাই কমান্ডের প্রতি বক্তারা অনুরোধ জানান বক্তারা। তাই আগামী নির্বাচনে ৩০০ নং আসনে দ্রুত প্রার্থী তালিকা রিভিউ করে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির প্রার্থী হিসেবে সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন দেয়ার দাবী জানান।
শান্তিপূর্ণ এ পদযাত্রায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.