Nabadhara
ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির চিত্র জানতে বিশেষজ্ঞ দলের অপেক্ষা

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর তিন দিন পেরিয়ে গেলেও নরসিংদীতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। জেলা প্রশাসকের প্রাথমিক তথ্যানুসারে, সরকারি-বেসরকারি মিলে শতাধিক স্থাপনা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, আগামী বুধবার ঢাকা থেকে বুয়েটের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত ভবনগুলো সরেজমিন পরিদর্শন করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা জানা যাবে।

জেলা প্রশাসক আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা ও ক্ষতির পরিমাণ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, নরসিংদীর বহু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবন বিল্ডিং কোড মেনে নির্মিত হয়েছে কি না, তা যাচাই করা হবে। ভবিষ্যতে সবাইকে বিল্ডিং কোড মানতে হবে বলেও অনুরোধ জানান তিনি।
ভূমিকম্পের আগাম পূর্বাভাস না থাকায় কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানান ডিসি।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা সিভিল সার্জন, ছয় উপজেলার ইউএনও, পৌরসভার প্রশাসকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে প্রথম ভূমিকম্পের পর শনিবার সকাল ও সন্ধ্যায় আরও দুটি ধাক্কা অনুভূত হয়। তিন দফার সবগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

প্রথম ধাক্কায় জেলা প্রশাসকের কার্যালয়, সদর ইউএনও কার্যালয়ের পুরাতন ভবন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪টি আবাসিক ভবন, সার্কিট হাউস, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে শতাধিক মানুষ আহত হন এবং ৫ জনের মৃত্যু হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।