আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছরের শিশু মোহাম্মদ জায়ান রহমান হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে অশ্রুসিক্ত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। শোকের আবেগে মুহূর্তেই ভারী হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় পাকুড়িয়ার জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট ও জাবেদ পারভেজ কিন্ডারগার্টেনের উদ্যোগে বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের কিছুক্ষণ পর বিদ্যালয়ের পাশের একটি ঝোপসংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোক ও ক্ষোভের ছায়া।
মানববন্ধনে বক্তারা বলেন, চার দিন পেরিয়ে গেলেও এ ঘটনার কোনো অভিযুক্তকে গ্রেফতার না করায় জনমনে উদ্বেগ বাড়ছে। দ্রুত তদন্ত করে দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, “এলাকায় শান্তিপূর্ণ তদন্তের পরিবেশ নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ। আমরা দ্রুত বিচার চাই।”
নিহত শিশুর বড় চাচা ও সাবেক ইউপি সদস্য মিটু মোল্যা ক্ষোভ প্রকাশ করে বলেন, “চার দিনেও কাউকে গ্রেফতার করা হয়নি। পরিবার ভেঙে পড়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
জায়ানের মা কামরুন্নাহার সিনথিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলের হত্যার বিচার চাই। আর কোনো মা যেন এমন কষ্ট না পায়।”
মানববন্ধনে নিহত জায়ানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার এবং সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন। এ ছাড়া বক্তব্য দেন—মমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, নিহতের ছোট চাচা হাবিব মোল্যা, রুমান মোল্যা, নাফিজ বিশ্বাস, শরিফুল ইসলাম জুয়েল, হাদী জসিম, রেহানা বেগমসহ অনেকে।
প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার বলেন, “বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক-শিক্ষার্থী শোকে নিমজ্জিত। আমরা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছি।”
এ সময় আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম বলেন, “ঘটনার যথাযথ অনুসন্ধানের জন্য পুলিশ কাজ করছে। সত্য উদঘাটনে সব প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

