বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
“অতীতে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা দেশকে শাসন ও লুটপাট করেছে। আমরা শাসন করতে চাই না, জনগণের সেবা করতে চাই।”—বরিশালের বাকেরগঞ্জে র্যালি পূর্ব সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠ থেকে বিশাল মোটরসাইকেল র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আয়োজিত এ র্যালিতে হাজারো কর্মী-সমর্থকের উপস্থিতিতে কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “আজকের এই শোভাযাত্রা ইসলামের পক্ষে গণজাগরণ। মানুষ দুনিয়াবী মতবাদে নিরাশ হয়ে ইসলামের দিকে ফিরে আসছে। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবং আগামীর বাকেরগঞ্জ হবে দাঁড়িপাল্লার পক্ষে।” তিনি আরও বলেন, এলাকার ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে আগামীতে রাষ্ট্রক্ষমতায় ইসলামী শক্তির বিজয় নিশ্চিত হবে।
র্যালিটি উপজেলার চৌমাথা, বটতলা, লক্ষীপাশা, দাদুরহাট, লেবুখালী সেনানিবাস, বাসস্ট্যান্ড, কালিগঞ্জ, পাদ্রীশিবপুর নিউমার্কেট, ভবানীপুর, বাংলাবাজার, মহেশপুর, চামটা, নিয়ামতি বাজার, বিসমিল্লাহ বাজার, আউলিয়াপুর, বোয়ালিয়া ও বাখরকাঠী হয়ে ফিরে আসে।
র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য দেন—উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক বসির আহমেদ, শিল্পপতি আনোয়ার হোসেন সিকদারসহ আরও অনেকে।
এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ও সাংস্কৃতিক বিভাগের নেতাকর্মীরাও শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা চলাকালে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ হাত নেড়ে অভিবাদন জানান। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, এই র্যালি তা আরও দৃঢ় করেছে। অনেকেই মনে করছেন, এ জনসমর্থন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৬ আসনের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

