জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা। রোববার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে তারা এ বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব আব্দুল বারী। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি নির্বাচনী এলাকায় পথসভা, জনসংযোগসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজ রোববার তিনি গাক চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু শিবির উদ্বোধন করেন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।
তবে এই বিক্ষোভকে পরিকল্পিত বলে দাবি করেছেন মনোনয়ন পাওয়া প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী। তিনি অভিযোগ করে বলেন, “মনোনয়ন না পাওয়ায় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাড়াটে লোকজন এনে কালাই এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন। হাইকমান্ড এর নিশ্চয়ই ব্যবস্থা নেবে। বিক্ষোভকারীরা বিএনপির কেউ নন।”
মনোনয়ন ঘোষণার আগে মাঠে ছিলেন আরও বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী—কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, তিনবারের সাবেক সাংসদ আবু ইউসুফ মো. খলিলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আব্বাস আলী, কৃষক দলের কেন্দ্রীয় নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সিআইপি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামসহ সাবেক সচিব আব্দুল বারী। তাদের মধ্য থেকেই দল মনোনয়ন চূড়ান্ত করে বারীর নাম ঘোষণা করে।
চূড়ান্ত ঘোষণার পর বেশিরভাগ নেতাকর্মী সিদ্ধান্ত মেনে নিলেও আপত্তি জানান সাবেক সাংসদ প্রকৌশলী গোলাম মোস্তফা। তাঁর সমর্থকেরা নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে যাচ্ছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডল বলেন, “বিএনপি বড় দল। হাইকমান্ড যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা তাকেই সমর্থন করি। আজকের বিক্ষোভের সঙ্গে উপজেলা বিএনপির কোনো সম্পর্ক নেই। ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাড়াটে লোকজন দিয়ে মিছিল করেছেন, এর দায় তাঁকেই নিতে হবে।”
অপরদিকে, বিক্ষোভে অংশ নেওয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এফতাদুল হক বলেন, “প্রকৌশলী গোলাম মোস্তফা বিগত সময়ে মাঠে থেকেছেন, নির্যাতন সহ্য করেছেন। অথচ গত ১৫ বছর এলাকায় না থাকা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.