অশোক মুখার্জি কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ কোথাও বিএনপিকে মিছিল মিটিং করতে দেয় নাই। তারা জোর করে দেশটা চালিয়েছে।
আপনাদের কোন কথা বলার অধিকার ছিলোনা, ভোট দেয়ার অধিকার ছিলোনা। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনাদের সে মর্যাদা দেয় নাই।
তিনি আরও বলেন, আমরা কোন ভেদাভেদ করতে চাইনা। আমরা চাই এখানে যেমন বিএনপি মিটিং করছে তেমনি জামায়েত, চরমোনাইও মিটিং করবে। জনগন ঠিক করবে কার পক্ষে জনগণ থাকবে।
রবিবার (২৩.১১.২৫) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ৩নং হালুয়া ইউনিয়ন শাখা দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লালুয়া ইউনিয়ন মহিলা দলের আহবায়ক সাবেরা আক্তার কনিকা’র সভাপতিত্বে লালুয়া ইউনিয়ন বানাতী বাজার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মোশাররফ হোসেন আরো বলেন, ‘ আমরা আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস রাখি। কোরানকে এবং আল্লাহর রাসুলকে বিশ্বাস করি। আমরা ধর্মভীরু। আমাদের সাধারণ ভোটারদের দুই টা দল ধর্মের দোহাই দিয়ে ভোট চায়।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘পাখা ও দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি নবী পাবেন ভোট, কিংবা বেহেশতে যাওয়া যায় -ভোটের জন্য এমন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এরা মুসলমান নামের ভন্ড।’ কোন দলের মার্কায় ভোট দিয়ে যদি বেহেশতে যাওয়া যায়, নির্বাচন রেখে আমি বেহেশতে যেতে চাই। এই নেক-সুরাতের ধোকাবাজদের কাছ থেকে সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহবান জানান তিনি।
এসময় তিনি তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে পরিবারের বয়স্ক ব্যক্তিকে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। শিক্ষিত বেকারদের ছাত্র-ছাত্রীদের এক বছরের জন্য বেকার ভাতা চালু করা হবে।
পায়রা বন্দরের উন্নয়ন কর্মকান্ডে লালুয়া ইউনিয়নের অনেক মাপ দাদার ভিটা মাটি ঘরবাড়ি হারিয়ে পরিবার নিয়ে নিঃস্ব হয়েছেন। এল-এ অফিসের দালালের ফাঁদে পড়ে অধিগ্রহনের জমির টাকা এখনো পায়নি। যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা পাননি।
আমার কাছে জানাবেন আমি আপনাদের জমির টাকা পাওয়ার ব্যবস্থা করে দেবো। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে । এ উপজেলায় অর্ধেকেই মহিলা ভোটার রয়েছে। বর্তমান কয়েকটি দল ভোটারদের কাছে পেতে মানুষকে বিভিন্নভাবে ধোকা দিচ্ছে।
আপনারা কারো মিথ্যা প্ররোচনায় পড়বেন না। আপনার পবিত্র ভোট ধানের শীষ মার্কায় দিবেন। আমি নির্বাচিত হলে এই এলাকার মেগা প্রকল্পের শতভাগ উন্নয়ন কর্মকান্ড করবো।
এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সির সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য নুরুল হক মুন্সি, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, উপজেলা মহিলা দলের সভানেত্রী ছালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলমগীর হোসেন, সাবেক সভাপতি মোঃ মজিবর হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ খালেক তালুকদার, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সজল বিশ্বাস প্রমুখ।
বক্তরা এ-সময় ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করার জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
উক্ত সম্মেলন অনুষ্ঠানে লালুয়া ইউপির ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ২১ নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।

