Nabadhara
ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৫ জন আহত 

স্টাফ রিপোর্টার,চিতলমারী  
নভেম্বর ২৩, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,চিতলমারী  

চিতলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। আতদের প্রথমে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আনা হলে আহতদের মধ্যে ৪জনের আবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

মামলার বাদি রফিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে কলাতলা ইউনিয়নের ডোবাতলা গ্রামে জমিজমা সংক্রাান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ জামাল সরদারের লোকজন আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। আহতরা হলেন, মোঃ শরিফুল ইসলাম(৩০), মোঃ সজিব সরদার (২৮), আরিফ সরদার(২৩), মোসাঃ সামছুনাহার (৬০) তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়েছে। এর মধ্যে নাজনিন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেয়া হয়েছে।

এদিকে জামাল সরদারের ভাই শাহা আলম সরদার বলেন,ওদের সাথে আমদের জমি নিয়ে বিরোধ আছে। ঘটনার দিন জমির উপর দিয়ে হাটাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে এতে আমাদের পক্ষের ৪জন আহত হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জাজান, এঘটনায় রফিকুল ইসলাম বাদি হয়ে ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬/৭জন আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।