রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা থানার চাঞ্চল্যকর সাকিরন হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি আনিচ সরদার (৪৫)–কে গ্রেফতার করেছে র্যাব-৬। শুক্রবার গভীর রাতে নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা এলাকায় একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা আনিচ সরদারকে অবশেষে স্থানীয়ভাবে অবস্থান নিশ্চিত করার পর আটক করতে সক্ষম হয় র্যাব।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রেমের সম্পর্ক থেকে আনিচ সরদার ও মোছাঃ সাকিরন (৪৫) বেগম বিয়ে করেন। বিয়ের পর সাকিরন বিভিন্ন সময়ে স্বামীর কাছে টাকা গচ্ছিত রাখতেন।
কিন্তু পরে আনিচ সরদার নতুন করে আরেকটি বিয়ের সম্পর্ক গড়ে তুললে দাম্পত্যে অস্থিরতা দেখা দেয়। সাকিরন তার প্রাপ্য স্ত্রীর মর্যাদা ও গচ্ছিত টাকা ফেরত দাবি করলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে তীব্র বিরোধ হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২২ মার্চ ২০২৫ তারিখে আনিচ সরদার ও তার পরিবারের সদস্যরা মিলে সাকিরন বেগমকে হত্যা করে। পরদিন নিহতের ছোট বোন পান্না খাতুন বাদী হয়ে তেরখাদা থানায় আনিচ সরদারসহ একাধিক জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর আনিচ সরদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে র্যাব-৬।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.