Nabadhara
ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে উজ্জলের ফাঁসির দাবিতে কচুয়ায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
নভেম্বর ২৩, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার প্রিয় সহধর্মিনীদের নিয়ে অশ্লীল বক্তব্য লেখুনির প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর (রবিবার ) সকাল ১০ টায় কচুয়া তাওহীদী জনতার ব্যানারে একটি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযুক্ত উজ্জ্বল মুখোপাধ্যায় এর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। তাদের দাবি মানা না হলে আগামীতে উপজেলায় বিভিন্ন কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।

 

মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল মান্নান এর সভাপতিত্বে বক্তৃতা করেন জামায়াতে ইসলাম বাংলাদেশ এর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, জেলা ওলামা দলের সেক্রেটারি শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কচুয়া উপজেলা সভাপতি হাফেজ নুরুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মইনুল ইসলাম, খেলাফতে মজলিস এর জেলা সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম সিদ্দিকী,যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট বালী নাছের ইকবাল ,উপজেলা মসজিদের ইমাম শহিদুল ইসলাম, কচুয়া মডেল মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম সহ কচুয়ার বিভিন্ন স্থান থেকে আসা তাওহীদী জনতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।