স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইল শহরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩নভেম্বর) দিনব্যাপি এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আদালত চত্বর,পুরাতন বাস টার্মিনাল,রূপগঞ্জ বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, এনপিপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলার এনপিপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস,এনপিপি দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল ইসলাম খান,এনপিপির শ্রমিক শাখার সভাপতি তরিকুল ইসলাম,শ্রমিক নেতা হাবিবুর রহমান,যুব ফ্রন্টের সভাপতি অপু আহমেদ,মহিলা নেত্রী সালমা বেগম,ববিতা খানম,হীরা বেগম,ডেইজি আক্তার প্রমুখ।

