মুন্সীগঞ্জ প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সুত্রধরে বাংলাদেশে এসে তরুনীকে বিয়ের পর সংসার পেতেছেন চীনের সিচুয়ান প্রদেশের এক যুবক লি ইয়ং (৩৮)।
এ ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামের তরুনী জেসিকা (২৫) এর জীবনে। সম্প্রতি লি ইয়ং ওই তরুনীর বাড়িতে সুদূর চীন থেকে ছুটে আসেন। এরপর বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেসিকা ও লি।
গতকাল শনিবার (২২ শে নভেম্বর) এ বিয়ের খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। এতে দিনভর বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জেসিকার পরিবারের তথ্য সুত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে একটি চায়নিজ সিনেমার নিচে মন্তব্য করার সুত্রধরে জেসিকার সঙ্গে পরিচয় হয় লি ইয়ংয়ের। এরপর থেকে নিয়মিত মেসেঞ্জার কথোপকথনে দুই দেশের ভৌগোলিক দূরত্ব কমে আসে।
ছয় থেকে সাত মাসেই উভয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন দুইজন। পরে গত ১৪ নভেম্বর চীন থেকে তরুনীর বাড়িতে ছুটে আসেন চীনের ওই যুবক। ওইদিনই পারিবারিক সম্মতিতে স্থানীয় কাজী অফিসে জেসিকার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। আনুষ্ঠানিকতা ছাড়াই তাদের এ বিয়ে হয়।
এরপর থেকে চীনের ওই যুবক শ্বশুর বাড়িতেই অবস্থান করছেন। মানিয়ে নিচ্ছেন এখানকার আবহাওয়া, সংস্কৃতি ও পারিবারিক পরিবেশের সঙ্গে। চীন থেকে বাংলাদেশে এসে ভালোবাসার সম্পর্কে নতুন অধ্যায় শুরু করা লি ইয়ং এখন পরিচিত 'আব্দুল্লাহ' নামে।
বিয়ে প্রসঙ্গে জেসিকা বলেন, আমরা প্রথম থেকেই একে অপরকে বুঝতে পেরেছিলাম। সেই বিশ্বাসই আমাদের সম্পর্ককে বাস্তবে নিয়ে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.