মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে ভেজাল সার ও কীটনাশক উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দাউদ মোল্লা (৩৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুরে বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের মৃত কবির মোল্লার ছেলে দাউদ মোল্লার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—বাগাট দাখিল মাদ্রাসার পূর্ব পাশে গোরস্থানসংলগ্ন একটি বসতবাড়িতে দাউদ মোল্লা দেশের বিভিন্ন পরিচিত কোম্পানির লোগো, মোড়ক ও প্যাকেট ব্যবহার করে নকল সার ও কীটনাশক তৈরির কাজ করে আসছিলেন। পরে গ্রাম পুলিশকে সোর্স হিসেবে ব্যবহার করে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রায় লক্ষাধিক টাকার নকল সার ও কীটনাশক জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় তাকে দণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, মধুখালী থানার সাব-ইন্সপেক্টর তন্ময় সাহা, সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ।

