Nabadhara
ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)–এর গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি বাগেরহাট জেলা আইডিইবি ভবন (শহীদ মিনার) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাহাতের মোড়, সাধনার মোড় ও শালতলা মোড় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম. এ. সালাম, বাগেরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বাদশা মিয়া ও কেন্দ্রীয় ডিইএবি সদস্য মো. আবু হানিফ।

এ ছাড়াও বাগেরহাট জেলায় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী, বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী র‍্যালিতে অংশ নেন।

পরে জেলা আইডিইবি ভবনে আইডিইবি বাগেরহাট জেলা আহ্বায়ক মো. মারুফ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম মুসার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী মাহমুদুল কবির।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম. এ. সালাম। আরও বক্তব্য দেন ডিইএবি সদস্য সচিব মো. মেহেদী হাসান রকি ও আহ্বায়ক মো. রাসেলুর রহমান।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে সকল ডিপ্লোমা প্রকৌশলীদের একসঙ্গে কাজ করতে হবে। কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশে-বিদেশে সহজে কর্মসংস্থান সৃষ্টি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত যোগ্যতা উন্নয়ন এবং পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রসঙ্গত, আইডিইবি হলো বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের অন্যতম বৃহত্তম পেশাজীবী সংগঠন, যা ১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত পরিচিতি শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।