সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া–লোহাগাড়া নিয়ে গঠিত চট্টগ্রাম–১৫ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৪টায় কেরানীহাট রিসোর্ট চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রায় ত্রিশ মিনিট ধরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট কেন্দ্রীয় চত্বরে এসে শেষ হয়।
মিছিলে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মী ছাড়াও বহু সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। আয়োজকদের দাবি—এটি ছিল এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গঠিত সম্পূর্ণ গণমুখী একটি কর্মসূচি।
গণমিছিলকে ঘিরে এলাকায় উৎসাহ–উদ্দীপনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও আশপাশের মানুষজন মিছিলটি দেখতে থেমে দাঁড়ান। তবে কিছু সময় যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিলেও উল্লেখযোগ্য কোনো ভোগান্তি হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.