দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদীপুর গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে পাপ্পু (৩০) তার ভাড়া চালিত স্টিয়ারিং গাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথে পাশের কল্যাণপুর এলাকার মহাব্বত (৪২) এর মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা বাধে।
এ ঘটনার জেরে কল্যাণপুর এলাকা থেকে মহাব্বত, ছপের ও মোকলেচের নেতৃত্বে ৫০–৬০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি, শোটা ও দেশীয় অস্ত্র-অস্ত্রশস্ত্র নিয়ে সাদীপুর গ্রামে হামলা চালায়। হামলাকারীরা গ্রামে প্রবেশ করে ভয়-ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এক রাউন্ড গুলি ছুড়ে।
হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সাদীপুর গ্রামের নারী-পুরুষ সংগবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে। পরিস্থিতি আঁচ করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক সাদীপুর গ্রামে এসে গুলি ছুড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

