দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার আইন ও সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক দুমকী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুঃ অলিউল ইসলামকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ নিশ্চিত করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯ আগস্ট ২০২৪ ও ২২ ডিসেম্বর ২০২৪ তারিখের পরিপত্র অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত প্রশাসক শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.