নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে ভূমি অফিসের অসাধু কর্মকর্তা এবং ভূমিদস্যু চক্রের বিচারের দাবিতে কাফনের কাপড় পড়ে ৪৮টি পরিবারের সদস্যরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক কার্যালয়ে দায়ের করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ভূক্তভোগী বানু বেগম, ইসমাইল হোসেন, উর্মি, এছাক, শায়লা ও জামাল মিয়া।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকার তাদের জমি স্থানীয় একটি ভূমিদস্যু চক্র জাল খতিয়ান ও দলিল তৈরি করে জালিয়াতির মাধ্যমে জবর দখল করছে। বিষয়টি কাশিমপুর ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে জানালেও ন্যায়বিচার থেকে তারা বঞ্চিত হয়েছেন।
বক্তারা আরও জানান, গত বছর তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক কায়সার খসরু ন্যায় বিচারের আশ্বাস দিলেও অদৃশ্য কারণে অভিযোগের তদন্ত করা হয়নি। অসাধু ভূমি কর্মকর্তারা নামজারি আবেদন দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে ভূমিদস্যু চক্রকে দখলের সুযোগ দিয়েছেন। এছাড়া অভিযোগ রয়েছে, অসাধু কর্মকর্তাদের রক্ষা করতে কিছু নথি গায়েব করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ভূমিদস্যু হযরত ও মান্নান গংয়ের যেসব কাগজপত্র জাল, অবৈধ ও অকার্যকর হিসেবে চিহ্নিত করেছিলেন, সেগুলোকে টঙ্গী রাজস্ব সার্কেলের সার্ভেয়ার রফিকুল ইসলাম বৈধতা দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.