Nabadhara
ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে মোটরবাইক দুর্ঘটনায় যুবকের পা বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে সোমবার দুপুরে ঘটে যাওয়া একটি মোটরবাইক দুর্ঘটনায় এক যুবকের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় মোটরবাইকের সামনের চাকা দুমড়ে-মুচড়ে গাড়ি থেকে আলাদা হয়ে গেছে।

দুর্ঘটনার শিকার যুবকের নাম মেহেদী (২১), তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া গ্রামের মৃত সাগর আলীর পুত্র। এছাড়া মোটরবাইকের আরেক আরোহী, একই গ্রামের বাদশা মিয়ার পুত্র এনামুল হক (৩১)ও আহত হয়েছেন। দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও কাজিপুর থানার পুলিশ জানায়, মেহেদী ও এনামুল কাজিপুরের সিমান্তবাজার থেকে মেঘাইয়ের দিকে মোটরবাইকে যাচ্ছিলেন। পথে দুবলাই এলাকায় মেঘাই থেকে ছেড়ে যাওয়া এসআই পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মেহেদীর পা ও মোটরবাইকের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত সিরাজগঞ্জের দিকে চলে যায়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা সম্ভব হয়নি, তবে তথ্য সংগ্রহ করে তাকে আটক করার চেষ্টা চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।