Nabadhara
ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না উদ্বোধন করেন।

উদ্বধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বিথি, উপজেলা খাদ্য কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা পলাশ আহম্মেদ, চাল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

উপজেলা খাদ্য কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন জানান, চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ অভিযানে সরকার ধানের ক্রয় মূল্য কেজি প্রতি ৩৪ টাকা এবং চালের ক্রয় মূল্য কেজি প্রতি ৫০ টাকা নির্ধারণ করেছে। উপজেলার ২৯টি মিলারের মধ্যে প্রাথমিকভাবে ৪টি মিলারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় ১৩০ মেট্রিক টন ধান এবং ১,২৩৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

সংগ্রহ কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান ও চাল বিক্রি করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।