রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা–৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
সোমবার (২৪ নভেম্বর) তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ, সমাবেশ এবং বৃক্ষরোপণসহ কর্মসূচি জুড়ে বিরামহীন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সকালে উপজেলা সদরের কাটেঙ্গা বাজারে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে হেলাল দিনের কার্যক্রম শুরু করেন। এরপর কাটেঙ্গা তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয়দের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
বরইতলা বাজারে গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দুপুরে পানতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে হেলাল রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার ও এলাকার উন্নয়ন-সংক্রান্ত দলের পরিকল্পনা তুলে ধরেন। দিনশেষে বারাসাত হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, আব্দুস সালাম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ. এম. হাবিবুর রহমান, বিএনপি নেতা মোল্লা মাহাবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমায়ূন কবির, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, আজিজুর রহমান আজিবর, আবুল হোসেন বাবু মোল্লা, আবুল কালাম লস্কর, এস. কে. নাসির আহমেদ, ইউসুফ শেখ, জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, জামাল বিশ্বাস, ফেরদৌস মোল্লা মোবাশ্বের আলম, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, উপজেলা যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভূট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী, সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, চৌধুরী আসাবুর রহমান, রাজু শেখ, আমিনুল ইসলাম আমিন, মেহেদী চৌধুরী, লিমনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
স্থানীয় জনসাধারণের উত্সাহপূর্ণ উপস্থিতি এবং হেলালের কর্মসূচি বারাসাত ইউনিয়েকে পুরো দিন জুড়ে নির্বাচনী প্রাণচাঞ্চল্য এবং উদ্দীপনায় ভরিয়ে দেয়।

