Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে প্রিন্টিং ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ, কমিটি গঠন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুর উপজেলার প্রিন্টিং শিল্পের সাথে সম্পৃক্ত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্যোগে ‘মনিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী সমিতি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টায় পৌর শহরের উত্তরমাথা বাসস্ট্যান্ড এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

আশা আর্ট এন্ড ডিজিটাল সাইনের স্বত্বাধিকারী এস.এম হাফিজুর রহমানের সঞ্চালনায় এবং রেখা আর্ট ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—

এম.এম আরজান আলী, আনন্দ কুমার দেবনাথ, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, মো. ইমরান হুসাইন, মো. মহিদুল ইসলাম, মো. রাফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান, সমীর কুমার দাস, ইমামুল হাসান, এস.এম ফারাবী মোস্তাকিম, আব্দুল্লাহ আল শোয়েব, মো. মনির হোসেন প্রমুখ।

 

সভা শেষে উপস্থিত সকল ব্যবসায়ীর সম্মতিক্রমে কণ্ঠভোটে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি হলো—সভাপতি: এস.এম মফিজুল ইসলাম,সিনিয়র সহসভাপতি: এস.এম হাফিজুর রহমান,সহসভাপতি: আনন্দ কুমার দেবনাথ,সাধারণ সম্পাদক: মো. শরিফুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক: মো. ইমরান হুসাইন,সাংগঠনিক সম্পাদক: এস.এম নজরুল ইসলাম,অর্থ সম্পাদক: এম.এম আরজান আলী,সহ অর্থ সম্পাদক: মো. আনোয়ারুল কবির লিটন,দপ্তর সম্পাদক: মো. মহিদুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. ইমামুল হাসান।কার্যনির্বাহী সদস্য:মো. রকিব হোসেন, মো. হাবিবুর রহমান ও মো. রাফিকুল ইসলাম।

প্রিন্টিং শিল্পের উন্নয়ন, সুশৃঙ্খলতা, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও অধিকার সংরক্ষণে একমত পোষণ করে সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন—এই সমিতি মনিরামপুর উপজেলার প্রিন্টিং খাতে নতুন গতি ও শৃঙ্খলা আনবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।