আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে আরও সুবিধা হস্তান্তর ও কার্যকর বাস্তবায়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক আয়োজন করা হয়।
সেফ দ্য চিলড্রেনের সহায়তায় উত্তরণের বাস্তবায়নে চলমান “সেফ ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ফর ক্লাইমেট অ্যাফেক্টেড ফ্যামিলিস ইন সাতক্ষীরা” প্রকল্পের অগ্রগতি, পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয় বৈঠকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। তিনি জলবায়ু–প্রভাবিত এলাকার মানুষের জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনার মতো উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক বলে উল্লেখ করেন।
প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও পরিকল্পনা উপস্থাপন করেন প্রজেক্ট কো–অর্ডিনেটর এম আবু হাসনাত, প্রজেক্ট অফিসার সাইদুজ্জামান রোমেন ও শেখ আবু তাহের, ফিল্ড অর্গানাইজার আব্দুল্লাহেল বাকী, ফারহানা দিবা এবং সেফ দ্য চিলড্রেন প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক।
সরকারি কর্মকর্তাদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।
বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা নিরাপদ পানির সুবিধা আরও সম্প্রসারণ, হস্তান্তর প্রক্রিয়া, রক্ষণাবেক্ষণ এবং সম্প্রদায়ের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত সবাই আশাশুনির জলবায়ু–ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.