লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৪০) নামে এক কনফেকশনারি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন একই ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারীবাড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, প্রতিদিনের মতো সকালে আনোয়ার দোকান খুলে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মো. ইউসুফ নামে স্থানীয় এক যুবক দোকানে ঢুকে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত ইউসুফও একই গ্রামের আলী রেজা ব্যাপারীবাড়ির বাসিন্দা। তিনি দেড় বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী জান্নাত আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে কেন হত্যা করা হলো, আমরা জানি না। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের প্রাথমিক প্রতিবেদন সংগ্রহ করেছে। তিনি বলেন, “ধারণা করা হচ্ছে ব্যক্তিগত বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযুক্ত ইউসুফ পলাতক রয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।”
পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

