মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের ওপর সংঘবদ্ধ ডাকাতদলের হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
মঙ্গলবার ( ২৫ নভেম্বর ) দুপুরে শিবচর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—খগেন্দ্র চন্দ্র মল্লিকের ছেলে দীপন মল্লিক (৫৩), কোরবান শিকদারেরকান্দি গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে হাসান মোল্লা (৪৬) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার সুরিখোলা এলাকার হাচন আলীর ছেলে টগর প্রধান (৩৪)।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর ভোররাতে বন্দরখোলা চৌরাস্তা সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানকে এলোপাতাড়ি কুপিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল।
ঘটনার পরে দ্রুত একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
সহকারী পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজনই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.