নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে রিসার্চ প্রপোজাল রাইটিং বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘নেভিগেটিং দ্যা ফান্ডার্স ল্যান্ডস্কেপ্স: দ্যা আর্ট অব রাইটিং এ কমপেলিং রিসার্চ প্রপোজাল’ শীর্ষক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “আমরা নোবিপ্রবির গ্লোবাল ইমপ্যাক্ট বৃদ্ধি করতে চাই। এ ক্ষেত্রে আমাদের শিক্ষকগণ প্রধান স্টেকহোল্ডার। যত বেশি কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন করতে পারব, তত চিন্তার সুযোগ ও নতুন সম্ভাবনা তৈরি হবে।”
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ও এডভাইজার অধ্যাপক ড. মোহাম্মদ মিল্লাত-ই-মুস্তফা।
প্রশিক্ষণে অধ্যাপক ড. মোহাম্মদ মিল্লাত-ই-মুস্তফা রিসার্চ প্রপোজাল তৈরি করার ক্ষেত্রে এসডিজি যুক্ত করার গুরুত্ব এবং প্রজেক্ট প্রপোজালে কার্যকর ডেটা সেন্টার তৈরির সুবিধা সম্পর্কে বিশদ আলোচনা করেন।
প্রশিক্ষণের কোর্স ডাইরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, এবং প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.