রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ফাইল আটকে রাখা, অর্থ আদায় ও সেবাগ্রহণকারীদের হয়রানির অভিযোগে খুলনায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৫.১১.২৫) সকালে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে একজন কর্মকর্তা ও কয়েকজন কর্মচারীর ব্যক্তিগত ফাইল জব্দ করা হয়। দুদক কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, দীর্ঘ আড়াই মাস ধরে একটি গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখে সেবাগ্রহণকারীকে হয়রানি করা হয়েছে—এমন প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, “অর্থের বিনিময়ে সেবা বিলম্বিত করা এবং ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রাখার অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই। পাশাপাশি একজন কর্মকর্তা ও কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব কারণেই তাঁদের ব্যক্তিগত ফাইল জব্দ করা হয়েছে।”
দুদক সূত্র জানায়, জব্দ করা ফাইলগুলো পর্যালোচনা ও অনুসন্ধান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.