Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জোন কমান্ডার

সুজন চৌধুরী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সুজন চৌধুরী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় স্বাস্থ্যসেবার মান ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক।

বুধবার (২৬ নভেম্বর) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন ইউনিটের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি জরুরি বিভাগ,ইনডোর-আউটডোর, ল্যাব ইউনিট, ওয়ার্ডসহ সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবাদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা গ্রহণের অভিজ্ঞতা জানতে চান। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে সেনাবাহিনী সবসময় বেসামরিক প্রশাসনের পাশে রয়েছে। প্রতিটি রোগী যেন দ্রুত, নিরাপদ ও মানসম্পন্ন সেবা পান—এটাই আমাদের মূল লক্ষ্য।”

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি দূর্গম এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলোভ্য ও শক্তিশালী করার বিষয়ে আলাপ করেন।

পরে চিকিৎসাধীন রোগীদের মনোবল বাড়াতে ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে ফুট বাস্কেট (ফলমূলের ঝুড়ি) প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।