সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ নভেম্বর ) সকালে উপজেলার প্রাণীসম্পদ চত্বরে প্রানীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ তানভীর আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা আল মামুন ও পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আহমেদ শুভ সাংবাদিকবৃন্দ, খামারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা দৃষ্টিনন্দন ৩১টি স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্টল গুলোতে ছিল গাভী, ছাগল, ভেড়া, কবুতর, হাঁস-মুরগি, পাখি সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ৬ ক্যাটাগরিতে মোট ২৫ জনকে নির্ধারণ করে পুরস্কৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.